ঢাকাসোমবার, ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

বিমান দুর্ঘটনা নিয়ে শোকপ্রকাশ করার পরই মারা গেলেন কারিশমার প্রাক্তন স্বামী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৩ জুন ২০২৫ , ০১:৪৬ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বলিউড চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কপুর মারা গেছেন।বৃহস্পতিবার (১২ জুন) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। সঞ্জয় ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় ব্যবসায়ী। 

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পোলো খেলতে গিয়ে হঠাৎ হার্ট অ্যাটাক করেন। আশ্চর্যের বিষয়, মৃত্যুর ঠিক ৭ ঘণ্টা আগেই তিনি আহমেদাবাদের বিমান দুর্ঘটনা নিয়ে শোকপ্রকাশ করেছিলেন। সামাজিক মাধ্যমে পোস্টে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে নিজেও না ফেরার দেশে চলে গেলেন।  

২০০৩ সালে কারিশমা কাপুরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। কারিশমা-সঞ্জয়ের দুই সন্তান। কারিশমার সঙ্গে বিচ্ছেদের পর ২০১৭ সালে অভিনেত্রী প্রিয়া সচদেবকে বিয়ে করেন সঞ্জয়। তাদের এক পুত্র সন্তান রয়েছে।

বিজ্ঞাপন

কারিশমাকে মারধর ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছিল প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। তাদের বিচ্ছেদের পর প্রকাশ্যে আনেন রণধীর কাপুর কন্যা। সঞ্জয়ের আকস্মিক মৃত্যুতে বলিউড অঙ্গনে শোকের ছায়া। 

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |